সিনিয়র সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
- আপডেট: ০৫:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৬০
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত অন্য তিনজন হলেন:
🔹 দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী
🔹 হাবিবুর রহমান
🔹 আবুল হাসান মনজুর
রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) জানান, অভিযুক্ত ব্যক্তিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে মামলা করেছেন। এতে তাদের সম্মানহানি হয়েছে এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে বলা হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, এখন মামলার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে সিআইডি।