কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার: ঢাকায় সর্বনিম্ন ১৩৫০ টাকা
- আপডেট: ০৫:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবার প্রথমবারের মতো প্রতি বর্গফুটে চামড়ার দাম নির্ধারণের পাশাপাশি ছোট গরুর আয়তন অনুসারে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে।
🔹 ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে:
৬০ থেকে ৬৫ টাকা
🔹 ঢাকার বাইরে:
৫৫ থেকে ৬০ টাকা
খাসি ও বকরির চামড়ার দাম সারাদেশে একরকম রাখা হয়েছে—
🔸 খাসি: ২২–২৭ টাকা
🔸 বকরি: ২০–২২ টাকা প্রতি বর্গফুট
এছাড়াও, কুরবানির পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদের দিন কুরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, “প্রতি বছর দেখা যায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়। আমরা চাই, গরিব মানুষ যারা এই চামড়া পায়—যেমন এতিমখানা, মাদ্রাসা কিংবা অসহায় মানুষ—তারা যেন ন্যায্যমূল্য পায়। চামড়া গরিবের হক, এটি নিশ্চিত করতে আমরা সক্রিয়। এ জন্য চামড়ার হাসিল কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।”
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর চামড়ার বাজার যাতে অস্থির না হয় এবং পাচার রোধ করা যায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।