পুলিশের পরিচয়ে প্রতারণা: সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ চক্র
- আপডেট: ০৩:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৫৮
পুলিশের পরিচয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরা কখনো ফোনে, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
রোববার ( মে ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সম্প্রতি এমন প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। প্রতারকরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কখনো ফোনে, আবার কখনও সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছে।
এআইজি ইনামুল হক বলেন, “সাধারণ মানুষকে অনুরোধ করছি— যদি কেউ পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে অবশ্যই সেটি যাচাই করে দেখা উচিত। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।”
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি তিনি বলেন, “প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি।”
পুলিশ সদর দপ্তর থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কেউ যদি এমন প্রতারণার শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।