জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০% উন্নয়ন বরাদ্দের দাবি
- আপডেট: ১০:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১০৩
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দসহ কৃষকদের স্বার্থে ১২ দফা দাবি উত্থাপন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি উত্থাপন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার দপ্তরে ১২ দফা দাবির একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বজলুর রশীদ ফিরোজ। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি জয়নাল আবেদীন মুকুল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, শফিউর রহমান শফি, অ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষি নির্ভর হলেও বাজেটে কৃষি খাত চরমভাবে উপেক্ষিত। দেশে ৪৫% শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত, তবু কৃষক ও ক্ষেতমজুররা অব্যাহতভাবে বঞ্চিত।”
বজলুর রশীদ ফিরোজ বলেন, “প্রতি বছর ১১ লাখ কৃষক জমি হারিয়ে ভূমিহীন হয়ে পড়ছেন। উপকরণের দাম বাড়লেও ফসলের ন্যায্য দাম মিলছে না। কৃষিকে প্রাধান্য না দিলে খাদ্য নিরাপত্তাও বিপন্ন হবে।”
১. বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দ
২. কৃষি শ্রমিকদের রেজিস্ট্রেশন কার্ড, রেশন ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা
৩. বছরব্যাপী কাজ ও ন্যূনতম ৮০০ টাকা মজুরি নিশ্চিত
৪. নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর ও মাতৃত্বকালীন সুরক্ষা
5️⃣ ভেজালমুক্ত সার, বীজ সরবরাহ এবং বিএডিসি কার্যকর করা
6️⃣ সরকারি ক্রয়কেন্দ্র খুলে কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ
7️⃣ দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক-ক্ষেতমজুরদের পুনর্বাসন ও সহায়তা
8️⃣ ভূমিহীনদের খাসজমি বিতরণ ও সরকারি আবাসন নিশ্চিত
9️⃣ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও বিনাসুদের ঋণ প্রদান
🔟 চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও রেশন চালু করা
১২. সরকারি প্রতিষ্ঠানে ঘুস-দলীয়করণ বন্ধ ও এনজিও ঋণে স্বচ্ছতা
১৩. আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও স্বাধীন ভূমি কমিশন গঠন
-
জাতীয় খাদ্য নিরাপত্তা, কৃষিজ অর্থনীতি, এবং গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রা নিশ্চিত করতে কৃষিতে বাজেট বরাদ্দ ও নীতিগত গুরুত্ব দেওয়া সময়ের দাবি।
-
কৃষকরা ন্যায্য দাম না পেলে উৎপাদনে আগ্রহ হারাবে, যার প্রভাব পড়বে পুরো দেশের উপর।
-
বাজেট আলোচনার আগে এই দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দেখা না হলে দেশের খাদ্য ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে।