অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে বাস চাপা পড়ে প্রাণ গেল অন্তত ১৮ যাত্রীর, উদ্ধার অভিযান চলছে।
হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধস: বাস চাপা পড়ে নিহত অন্তত ১৮
- আপডেট: ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৭৬
প্রতিবেদন | দৈনিক বর্তমান কথা
ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আরও অনেক যাত্রী এখনো বাসের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাটে ভাল্লু সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির সময় পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে এসে বাসের ওপর পড়ে সেটিকে সম্পূর্ণভাবে চ্যাপ্টা করে দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লাখ রুপি করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।
তথ্যসূত্র: এনডিটিভি
















