সাভারের বিরুলিয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আপডেট: ০৭:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৬
সাভারের বিরুলিয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ বাহারুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর২০২৫) বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে তিনি বেগম জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতন্ত্র রক্ষায় তার আত্মত্যাগের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গ্রাম আদালতের হাজী মোঃ মনিরুল হক বিরুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, বরং সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শেরালি।
অনুষ্ঠানে সাভার থানা বিএনপি ও বিরুলিয়া ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মোঃ আনোয়ার হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন।
এ দোয়া মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে।

















