বিয়ের প্রলোভনে ৪৭ লাখ টাকা ও সর্বস্ব হারিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বিধবা নারীর সংবাদ সম্মেলন,,
- আপডেট: ১২:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১১৪
📍 পটুয়াখালী প্রতিনিধি
✍️ মনির হাওলাদার
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর প্যাদার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মরিয়ম বেগম (৪৩)। এসময় তার পিতা মো. মোসলেম দফাদার ও ভাই মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
১৭ বছরের সংসার, তারপর প্রতারণার শিকার
লিখিত বক্তব্যে মরিয়ম বেগম জানান, পটুয়াখালীর বালিয়াতলী ইউনিয়নের দিগর বালিয়াতলী গ্রামের মৃত আফতের গাজীর ছেলে কামাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ ১৭ বছরের সংসারজীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর পারিবারিকভাবে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি।
তিনি অভিযোগ করেন, স্বামীর জীবিত থাকা অবস্থায়ই তাদের বাড়ির পাশের লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মজিবুর প্যাদা তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। স্বামীর মৃত্যুর পর তিনি মরিয়মকে বিয়ের প্রলোভন দেখাতে থাকেন এবং চার বছর আগে পটুয়াখালী নিয়ে গিয়ে ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে তাকে ‘স্ত্রী’ হিসেবে গ্রহণ করেন।
৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
মরিয়ম বেগম আরও বলেন, “২০২১ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষ আমাদের বসতবাড়িসহ জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমির বাবদ পাওয়া আমার ও আমার ভাই আব্দুর রহমানের ৪৭ লাখ টাকা কৌশলে আত্মসাৎ করেন মজিবুর। পরে টাকা চাইতে গেলে ২৭ লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়ে আমাকে তাড়িয়ে দেন।”
তিনি অভিযোগ করেন, অর্থ ও ‘স্ত্রীর অধিকার’ আদায়ের দাবিতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মজিবুর একটি মামলা দায়ের করেন।
বিধবা এ নারী প্রশাসনের কাছে প্রতিকার এবং ন্যায়বিচারের দাবি জানান।
অভিযুক্তের পাল্টা বক্তব্য
অভিযুক্ত মজিবুর প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, “মরিয়ম বেগমের সঙ্গে আমার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। বরং তাদের কাছে আমি টাকা পাবো, এজন্য আদালতে মামলা করেছি। মামলা বিচারাধীন রয়েছে। পাওনা টাকা আদায়ে বাধা দিতেই তারা এসব ভিত্তিহীন অভিযোগ তুলেছে।”
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সংবাদ সম্মেলনে মরিয়ম বেগম বলেন, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন প্রতারণার শিকার হয়ে তিনি চরমভাবে ভেঙে পড়েছেন। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।










