০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফিফার ৩০ কোটি টাকার প্রজেক্ট ঝুঁকিতে, আশ্বস্ত করলেন ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৬৫

রিপোর্টার | স্পোর্টস ডেস্ক, বর্তমান কথা

ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে এই বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আশ্বস্ত করে বলেছেন, “ফান্ড ফেরত যাওয়ার মতো অবস্থা হবে না। বিষয়টি আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রায় তিন বছর আগে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জায়গা নির্ধারণ করা হলেও পরে পরিবেশগত কারণে একই জেলার রশিদনগরে নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ফিফার অর্থায়নে নির্মিত এই টেকনিক্যাল সেন্টারে থাকবে একটি প্রাকৃতিক ঘাসের মাঠ, একটি কৃত্রিম টার্ফ, আধুনিক জিমনেশিয়াম, সুইমিংপুল ও ফুটবলারদের জন্য একাডেমিক ভবনসহ সব আধুনিক সুযোগ-সুবিধা।

ফেডারেশন প্রতিষ্ঠার ৫৩ বছর পরও নিজস্ব মাঠ না পাওয়া বাফুফের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় ফুটবল উন্নয়ন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ফিফার ৩০ কোটি টাকার প্রজেক্ট ঝুঁকিতে, আশ্বস্ত করলেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট: ০৬:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রিপোর্টার | স্পোর্টস ডেস্ক, বর্তমান কথা

ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে এই বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আশ্বস্ত করে বলেছেন, “ফান্ড ফেরত যাওয়ার মতো অবস্থা হবে না। বিষয়টি আমরা বাফুফে ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রায় তিন বছর আগে ‘সেন্টার ফর এক্সিলেন্স’ গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জায়গা নির্ধারণ করা হলেও পরে পরিবেশগত কারণে একই জেলার রশিদনগরে নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ফিফার অর্থায়নে নির্মিত এই টেকনিক্যাল সেন্টারে থাকবে একটি প্রাকৃতিক ঘাসের মাঠ, একটি কৃত্রিম টার্ফ, আধুনিক জিমনেশিয়াম, সুইমিংপুল ও ফুটবলারদের জন্য একাডেমিক ভবনসহ সব আধুনিক সুযোগ-সুবিধা।

ফেডারেশন প্রতিষ্ঠার ৫৩ বছর পরও নিজস্ব মাঠ না পাওয়া বাফুফের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় ফুটবল উন্নয়ন কাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।