০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

২০২৫ সালের শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১১৩

স্টকহোম, সুইডেন: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষাকারী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। কমিটি এক বিবৃতিতে বলেছেন, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

নোবেল কমিটি আরও জানিয়েছে, “ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি মনোনয়ন প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

২০২৫ সালের শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

আপডেট: ১২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

স্টকহোম, সুইডেন: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষাকারী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। কমিটি এক বিবৃতিতে বলেছেন, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

নোবেল কমিটি আরও জানিয়েছে, “ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি মনোনয়ন প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে আসছে।