১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৮৩
রিপোর্টার | মাসুদ রানা, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় বিকাশ ও ইমো প্রতারণার সঙ্গে জড়িত চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
 মো. জুবায়ের হাসান শিশির (২১)
মো. জাহিদ হাসান সিজান (১৯) — উভয়েই রাজশাহীর বাঘা থানার আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের পুত্র।
 মো. শরিফুল ইসলাম সিজান (৩৪), একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র।
 মো. রতন আলী (২৫), খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকাকে কেন্দ্র করে এ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিকাশ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীর অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন,

“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট: ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
রিপোর্টার | মাসুদ রানা, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় বিকাশ ও ইমো প্রতারণার সঙ্গে জড়িত চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
 মো. জুবায়ের হাসান শিশির (২১)
মো. জাহিদ হাসান সিজান (১৯) — উভয়েই রাজশাহীর বাঘা থানার আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের পুত্র।
 মো. শরিফুল ইসলাম সিজান (৩৪), একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র।
 মো. রতন আলী (২৫), খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকাকে কেন্দ্র করে এ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিকাশ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীর অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন,

“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।