আমীরে জামায়াতের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ১১:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৯৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী এ. বেরিস একিনজি (A. Beris Ekinci) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Sen)-এর নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও গঠনমূলক মতবিনিময় হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমীরে জামায়াতের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
















