সাভারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত,,,
- আপডেট: ০৭:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৫৪
সাভারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ বাহারুল ইসলাম।
সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এ সভা আয়োজন করা হয়।
সাভার পৌর বিএনপি, সাভার থানা বিএনপি ও আশুলিয়া থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির সহ-পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন
সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন সরকার,
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ কফিল উদ্দিন,
সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল,
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া,
সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মহিউদ্দিন বিপ্লব,
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম,
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ মনির হোসেন,
সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন,
বিএনপি নেতা হাজী মোঃ রিয়াজ উদ্দিন ফালান,
আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আলী মোল্লা,
সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাহাদুর,
সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন
জিয়া মঞ্চের সভাপতি হাজী মোঃ রাকিব হাসান গফুর,
সাভার থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দিপু সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সুমন মিয়াসহ আরও অনেকে।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেয়।
আলোচনা সভার আগে দুপুর থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনসভায় পরিণত হয়।
প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,
ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইব।
তিনি আরও বলেন,
আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই মনোনয়ন দেওয়ার জন্য। সাভার-আশুলিয়া বিএনপির ঘাঁটি এটা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করব।
শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগাম নির্বাচনে বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।










