০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

মতিঝিল শাপলা চত্বরে হিরোইন ও ইয়াবা সেবনকারীদের তাণ্ডব — দৈনিক বর্তমান কথার ব্যবস্থাপনা সম্পাদক ছিনতাইয়ের শিকার,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০২:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৯৪

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় নেশাগ্রস্তদের বেপরোয়া তৎপরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এলাকাটি নিয়মিত পুলিশি টহলের আওতায় থাকলেও প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও নেশাজনিত অপরাধ।

গতকাল রাতে “দৈনিক বর্তমান কথা” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস শাপলা চত্বর মোড়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করেই ‘হিরোইন সি আসমা’ নামে পরিচিত এক নারী ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে মতিঝিল শাপলা চত্বর, মেট্রোরেল সেতুর নিচ থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় অবস্থান করে। এরা বেশিরভাগই পথশিশু, টোকাই এবং নেশাগ্রস্ত যুবক-যুবতী, যারা প্রতিনিয়ত হিরোইন, ইয়াবা ও অন্যান্য নেশাজাত দ্রব্য সেবন করে। রাত নামলেই তারা ভিআইপি, অফিসগামী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও চুরি করে থাকে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নাকের ডগায় এই চক্রের এমন প্রকাশ্য অপরাধ প্রবণতা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত এ এলাকার নেশা ও ছিনতাইচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রশাসনের কাছে দাবি, মতিঝিল শাপলা চত্বর ও আশপাশের এলাকা থেকে নেশাগ্রস্ত ও অপরাধী চক্রকে চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মতিঝিল শাপলা চত্বরে হিরোইন ও ইয়াবা সেবনকারীদের তাণ্ডব — দৈনিক বর্তমান কথার ব্যবস্থাপনা সম্পাদক ছিনতাইয়ের শিকার,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০২:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় নেশাগ্রস্তদের বেপরোয়া তৎপরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এলাকাটি নিয়মিত পুলিশি টহলের আওতায় থাকলেও প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও নেশাজনিত অপরাধ।

গতকাল রাতে “দৈনিক বর্তমান কথা” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস শাপলা চত্বর মোড়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করেই ‘হিরোইন সি আসমা’ নামে পরিচিত এক নারী ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে মতিঝিল শাপলা চত্বর, মেট্রোরেল সেতুর নিচ থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় অবস্থান করে। এরা বেশিরভাগই পথশিশু, টোকাই এবং নেশাগ্রস্ত যুবক-যুবতী, যারা প্রতিনিয়ত হিরোইন, ইয়াবা ও অন্যান্য নেশাজাত দ্রব্য সেবন করে। রাত নামলেই তারা ভিআইপি, অফিসগামী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও চুরি করে থাকে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নাকের ডগায় এই চক্রের এমন প্রকাশ্য অপরাধ প্রবণতা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত এ এলাকার নেশা ও ছিনতাইচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রশাসনের কাছে দাবি, মতিঝিল শাপলা চত্বর ও আশপাশের এলাকা থেকে নেশাগ্রস্ত ও অপরাধী চক্রকে চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।