ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান সামীমার বিরুদ্ধে অনিয়ম-অভিযোগ
- আপডেট: ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৮৬
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সামীমার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। দীর্ঘ প্রায় দশ বছর ধরে একই কর্মস্থলে বহাল থেকে নানা অনিয়ম ও আর্থিক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তাকে নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামীমা ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে ও তালাকের ঘটনার মধ্য দিয়ে বর্তমানে আলোচনায় আসেন। প্রথম স্বামী মোস্তাফিজুর রহমান মধুপুরে ফুড অফিসার পদে চাকরি করতেন। তাকে তালাক দিয়ে তিনি বিয়ে করেন গাজীপুরের প্রফেসর আজাহার উদ্দিনকে, যিনি স্থানীয়ভাবে “সাকো মাস্টার” নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে আবারও স্বামী পরিবর্তন করে পূর্বের স্বামীকে বিয়ে করেন। তবে তিনি স্ট্রোকে মৃত্যুবরণ করেন নাকি পরিকল্পিত হত্যা করে পেনশনের অর্থ সম্পদ সাবেক স্বামীর কাছে ফিরে যান তা নিয়ে জনমণে প্রশ্নই থেকে যায়।
পুনরায় বিয়ে করেন আজাহার মাস্টারকে। করোনাকালে আজাহার মাস্টারের মৃত্যু হলে উভয় স্বামীর পেনশনের টাকা নিজে ভোগ করতে থাকেন সামীমা।
এছাড়া অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থেকে তিনি প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে প্রভাব খাটাচ্ছেন। উত্তরা এলাকায় প্রায় তিন কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে তার নামে, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভুক্তভোগীরা জানান, সামীমার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।অনুসন্ধানী প্রতিবেদনে আজকের প্রথম পর্ব।










