০২:২০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ঝালকাঠিতে রাজনৈতিক সমঝোতা নিয়ে প্রশ্ন: ৫ আগস্টের ঘটনার পর নতুন বিতর্ক
ডেস্ক রিপোর্ট
- আপডেট: ০১:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ৮২
ঝালকাঠিতে ৫ আগস্টের ঘটনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাঝে গোপন সমঝোতা ও আর্থিক লেনদেন হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, জাতীয় পার্টির এক শীর্ষস্থানীয় নেতা ও আওয়ামী লীগের মন্ত্রী মহিবুল ইসলাম মহিবের ঘনিষ্ঠ মহলের কিছু ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের ‘রাজনৈতিক সুবিধা’ দিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—মঞ্জু ও হাসিনার ঘনিষ্ঠদের সাথে জামাল ও নান্নু সাহেবদের ভূমিকা কী ছিল? এ বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, “৫ আগস্ট না ঘটলে এসব মুখোশ খুলে যেত না।” প্রশাসনের তরফ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা আসেনি। তবে নাগরিক সমাজ তদন্তের দাবি জানিয়েছে।










