০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৮২

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা
মোঃ আল আমিন খান ॥
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন নিজামপুর মহিপুর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ দুপুর আনুমানিক ১২টার দিকে কলাপাড়ার শেখ জামাল সেতু সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জব্দকৃত ইলিশ মাছ পরিবহন করায় চাকলাদার পরিবহন ও মোরল এক্সপ্রেস-কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কলাপাড়া উপজেলা ভূমি অফিসার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ মহসিন রেজা এবং কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার–এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“আগামী আট মাস পর্যন্ত ঝাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, মা ইলিশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বিসিজি স্টেশন নিজামপুর

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ,,

আপডেট: ০৬:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা
মোঃ আল আমিন খান ॥
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন নিজামপুর মহিপুর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আজ দুপুর আনুমানিক ১২টার দিকে কলাপাড়ার শেখ জামাল সেতু সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জব্দকৃত ইলিশ মাছ পরিবহন করায় চাকলাদার পরিবহন ও মোরল এক্সপ্রেস-কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মাছগুলো কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কলাপাড়া উপজেলা ভূমি অফিসার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ মহসিন রেজা এবং কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার–এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,
“আগামী আট মাস পর্যন্ত ঝাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, মা ইলিশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বিসিজি স্টেশন নিজামপুর