সাভারে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদবাগান ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক
- আপডেট: ০৯:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৬৫
পরিবেশপ্রেমী নারীর চোখের সামনে ধ্বংস হলো শতাধিক গাছের স্বপ্নবাগান
প্রতিনিধি, সাভার
সাভারের ছায়াবিথী এলাকায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদবাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির এভিনিউ গার্ডেন ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামীমা আলম জানান, তিনি ও তার স্বামী কামরুল ইসলাম, একজন ব্যাংক কর্মকর্তা, ওই ভবনের সপ্তম তলায় বসবাস করেন। দাম্পত্য জীবনে সন্তান না থাকায়, সময় ও ভালোবাসা দিয়ে ছাদের উপর গড়ে তুলেছিলেন একটি সবুজ ছাদবাগান। দুই শতাধিক টবে ছিল দোলনচাঁপা, মাধবীলতা, জুই, টগর, রক্তকবরী, গোলাপ, গন্ধরাজসহ নানা ফুল ও ফলের গাছ।
তিনি অভিযোগ করেন, একই তলার বাসিন্দা প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদার হঠাৎ করেই অভিযোগ তোলেন, গাছের টব থেকে তার ফ্ল্যাটের দেয়াল নষ্ট হচ্ছে। এরপর তিনি নিজেই ছাদে উঠে গাছগুলো ভেঙে ফেলেন।
শামীমা আলম বলেন, “আমাদের কোনো সন্তান নেই, এই গাছগুলোকেই সন্তান মনে করে যত্ন করতাম। একদিনে সব কিছু ভেঙে দিল— এটা মেনে নেওয়া যায় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভাঙা টব, উপড়ে ফেলা গাছ আর মাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদজুড়ে। এ ঘটনায় অন্যান্য ফ্ল্যাট মালিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
এভিনিউ গার্ডেন ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চাই।”
অভিযুক্ত আলী আহমেদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যেখানে সরকার ও সমাজ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি মানুষকে উৎসাহিত করছে, সেখানে প্রকাশ্যে এভাবে গাছ ধ্বংস করা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।”




















