০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

সাভারে এইচ আর গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৭৯

 

মোঃবাহারুল ইসলাম

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেড–এর ছাঁটাইকৃত ও পদত্যাগকৃত শ্রমিকরা বকেয়া বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে কারখানার মূল ফটকের সামনে শতাধিক প্রাক্তন শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন–এর কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম সুজন এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন–এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা হচ্ছে না। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।
একজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমরা কেউ কেউ এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি। কোম্পানি বারবার প্রতিশ্রুতি দিলেও টাকা দেয়নি।
বক্তারা দ্রুত শ্রমিকদের প্রাপ্য বকেয়া পরিশোধের জোর দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে এইচ আর গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ।

আপডেট: ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

 

মোঃবাহারুল ইসলাম

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
সাভারের উলাইল এলাকায় অবস্থিত এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেড–এর ছাঁটাইকৃত ও পদত্যাগকৃত শ্রমিকরা বকেয়া বাৎসরিক ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে কারখানার মূল ফটকের সামনে শতাধিক প্রাক্তন শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন–এর কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম সুজন এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন–এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ছুটি ও সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা হচ্ছে না। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।
একজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমরা কেউ কেউ এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি। কোম্পানি বারবার প্রতিশ্রুতি দিলেও টাকা দেয়নি।
বক্তারা দ্রুত শ্রমিকদের প্রাপ্য বকেয়া পরিশোধের জোর দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।