সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ এপিএস তরিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ,,,
- আপডেট: ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৭৪
সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ এপিএস তরিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
বিশেষ প্রতিবেদক:
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস (ব্যক্তিগত সহকারী) মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে।
তরিকুল ইসলাম, পিতা আব্দুল হাকিম ও মাতা আকলিমা বেগমের পুত্র, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছাতইল মোল্লাজীপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় বসবাস করছেন।
সূত্রমতে, তরিকুল ইসলাম তার দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার, নিয়োগ ও বদলিসহ বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন।
এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া গেছে, যা নিয়ে সামাজিক ও প্রশাসনিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বা তার সাবেক এপিএস তরিকুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।





















