০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সাকিবকে জাতীয় দলে ফেরার গুঞ্জনে ইন্ধন বিসিবি পরিচালকের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ২৭৪

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ফের ঝলক দেখালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক ম্যাচে ৩৭ বলে ৫৮ রান এবং ৪ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। আর তার জাতীয় দলে ফেরার গুঞ্জনে এবার সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু

শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু বলেন,

“বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা।”

তিনি আরও বলেন, “নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ভাবছেন। তাদের ওপরই দায়িত্ব, তারা নজরে রেখেছে—এটা দেখা হবে।”

তবে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন সাকিব। তিনি করেন মাত্র ১০ বলে ৭ রান, আর ৪ ওভারে দেন ৩৪ রান, উইকেটশূন্য ছিলেন।

প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও অর্থ কেলেঙ্কারির একাধিক অভিযোগ থাকলেও, সম্প্রতি তিনি ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে ফেরার ইঙ্গিত দেন। তার সেই খোলামেলা অবস্থান এবং জিএসএলে পারফরম্যান্স এখন তাকে নিয়ে জাতীয় দলে ফেরার নতুন আলোচনায় আনছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাকিবকে জাতীয় দলে ফেরার গুঞ্জনে ইন্ধন বিসিবি পরিচালকের

আপডেট: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ফের ঝলক দেখালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক ম্যাচে ৩৭ বলে ৫৮ রান এবং ৪ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। আর তার জাতীয় দলে ফেরার গুঞ্জনে এবার সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু

শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু বলেন,

“বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা।”

তিনি আরও বলেন, “নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ভাবছেন। তাদের ওপরই দায়িত্ব, তারা নজরে রেখেছে—এটা দেখা হবে।”

তবে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন সাকিব। তিনি করেন মাত্র ১০ বলে ৭ রান, আর ৪ ওভারে দেন ৩৪ রান, উইকেটশূন্য ছিলেন।

প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও অর্থ কেলেঙ্কারির একাধিক অভিযোগ থাকলেও, সম্প্রতি তিনি ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে ফেরার ইঙ্গিত দেন। তার সেই খোলামেলা অবস্থান এবং জিএসএলে পারফরম্যান্স এখন তাকে নিয়ে জাতীয় দলে ফেরার নতুন আলোচনায় আনছে।