০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১৭৭
বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কক্ষে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলিয়াস সিজার জানান, “আমি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, শিক্ষার্থীরা যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবেন।”

জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি ওই সময় হল সংসদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন।

এছাড়া তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সংগঠনটির নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত তিনি নেতৃত্বে ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রলীগের হাত ধরেই, যা তাকে ক্যাম্পাস রাজনীতিতে সুপরিচিত করে তোলে।

চলতি ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১৪ আগস্ট। আগামী ১৯ আগস্ট প্রার্থিতা যাচাই-বাছাই এবং ২২ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৫ আগস্ট প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনের অনেকে মনে করছেন, জুলিয়াস সিজারের প্রার্থিতা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত করে তুলবে। বিশেষ করে তার পূর্বের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা ছাত্রসমাজের কাছে একটি বাড়তি যোগসূত্র হতে পারে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার

আপডেট: ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কক্ষে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলিয়াস সিজার জানান, “আমি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, শিক্ষার্থীরা যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বেছে নেবেন।”

জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে তিনি ওই সময় হল সংসদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন।

এছাড়া তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সংগঠনটির নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত তিনি নেতৃত্বে ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রলীগের হাত ধরেই, যা তাকে ক্যাম্পাস রাজনীতিতে সুপরিচিত করে তোলে।

চলতি ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১৪ আগস্ট। আগামী ১৯ আগস্ট প্রার্থিতা যাচাই-বাছাই এবং ২২ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৫ আগস্ট প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনের অনেকে মনে করছেন, জুলিয়াস সিজারের প্রার্থিতা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত করে তুলবে। বিশেষ করে তার পূর্বের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা ছাত্রসমাজের কাছে একটি বাড়তি যোগসূত্র হতে পারে।