০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিরল খনিজ পাঠালো পাকিস্তান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ৬৬

প্রতিবেদন | বর্তমান কথা

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ বিরল খনিজের প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে দুই দেশের মধ্যে বিরল খনিজ রপ্তানি ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম চালান।

তবে এই চালান ঠিক কবে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস (U.S. Strategic Metals) ৮ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। এতে অ্যান্টিমনি, তামা, সোনা, টাংস্টেন এবং বিরল মাটির উপাদানসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি ও প্রক্রিয়াকরণ সুবিধা প্রতিষ্ঠার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

এই চুক্তির আওতায় পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং বিরল খনিজ নিয়োডিমিয়াম ও প্রাসোডিমিয়ামের নমুনা পাঠিয়েছে।

এটি দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি পাকিস্তানে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যা দেশটির রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান এবং প্রযুক্তি হস্তান্তরে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বৈশ্বিক খনিজ বাজারে পাকিস্তানের অবস্থান সুদৃঢ় করবে। কারণ পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে, যা তাকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশে পরিণত করতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য এই সহযোগিতা অত্যন্ত কৌশলগত। এতে তারা গুরুত্বপূর্ণ কাঁচামালে অধিক প্রবেশাধিকার পাবে এবং বর্তমানে বৈশ্বিক খনিজ বাজারে প্রভাবশালী দেশগুলোর ওপর নির্ভরতা কমাতে পারবে।

তবে এই চুক্তি নিয়ে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তীব্র আপত্তি জানিয়েছে।
দলের তথ্যসচিব শেখ ওয়াক্কাস আকরাম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন— “ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত এই গোপন চুক্তিগুলোর পূর্ণ বিবরণ প্রকাশ করা হোক।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিরল খনিজ পাঠালো পাকিস্তান

আপডেট: ১১:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

প্রতিবেদন | বর্তমান কথা

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ বিরল খনিজের প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে দুই দেশের মধ্যে বিরল খনিজ রপ্তানি ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম চালান।

তবে এই চালান ঠিক কবে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস (U.S. Strategic Metals) ৮ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে। এতে অ্যান্টিমনি, তামা, সোনা, টাংস্টেন এবং বিরল মাটির উপাদানসহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি ও প্রক্রিয়াকরণ সুবিধা প্রতিষ্ঠার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

এই চুক্তির আওতায় পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং বিরল খনিজ নিয়োডিমিয়াম ও প্রাসোডিমিয়ামের নমুনা পাঠিয়েছে।

এটি দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি পাকিস্তানে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে, যা দেশটির রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান এবং প্রযুক্তি হস্তান্তরে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বৈশ্বিক খনিজ বাজারে পাকিস্তানের অবস্থান সুদৃঢ় করবে। কারণ পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ রয়েছে, যা তাকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশে পরিণত করতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য এই সহযোগিতা অত্যন্ত কৌশলগত। এতে তারা গুরুত্বপূর্ণ কাঁচামালে অধিক প্রবেশাধিকার পাবে এবং বর্তমানে বৈশ্বিক খনিজ বাজারে প্রভাবশালী দেশগুলোর ওপর নির্ভরতা কমাতে পারবে।

তবে এই চুক্তি নিয়ে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তীব্র আপত্তি জানিয়েছে।
দলের তথ্যসচিব শেখ ওয়াক্কাস আকরাম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন— “ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত এই গোপন চুক্তিগুলোর পূর্ণ বিবরণ প্রকাশ করা হোক।”