০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৫৮
প্রতিবেদন | দৈনিক বতমান কথা

কুমিল্লার মুরাদনগরে দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে এক স্কুলছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তার (১৩)-এর মরদেহ তোলা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে তার বাবা তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

আপডেট: ১০:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
প্রতিবেদন | দৈনিক বতমান কথা

কুমিল্লার মুরাদনগরে দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে এক স্কুলছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তার (১৩)-এর মরদেহ তোলা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে তার বাবা তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।