০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

দুর্ঘটনায় জীবন থমকে যাওয়া সুমনের পাশে এনসিপি খাগড়াছড়ি

ডেস্ক নিউজ
  • আপডেট: ০৯:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১৬৭

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের বাসিন্দা সুমন পাঁচ মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত, মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তিন সদস্যের পরিবারে উপার্জনের কেউ না থাকায় তিনি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং জেলা সংগঠকবৃন্দ বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, সুবোধ চাকমা, রবিউল জিহাদ, নিরোপন চাকমা প্রমুখের উপস্থিতিতে সুমনের পরিবারের জন্য ১৫ দিনের বাজার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।

মানবিক ও সদালাপী সুমন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। খাগড়াছড়ির সকল সহৃদয় মানুষকে তার পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

দুর্ঘটনায় জীবন থমকে যাওয়া সুমনের পাশে এনসিপি খাগড়াছড়ি

আপডেট: ০৯:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের বাসিন্দা সুমন পাঁচ মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত, মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তিন সদস্যের পরিবারে উপার্জনের কেউ না থাকায় তিনি চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং জেলা সংগঠকবৃন্দ বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, সুবোধ চাকমা, রবিউল জিহাদ, নিরোপন চাকমা প্রমুখের উপস্থিতিতে সুমনের পরিবারের জন্য ১৫ দিনের বাজার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।

মানবিক ও সদালাপী সুমন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। খাগড়াছড়ির সকল সহৃদয় মানুষকে তার পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।