০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

মাঝ আকাশে উড়ন্ত বিমানে পাখির সঙ্গে ধাক্কায় ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১৬২

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগতেই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে গেল। সেই অবস্থাতেই প্লেনটি উড়িয়ে নিয়ে চললেন পাইলট। শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, সেটি ফেডএক্স-এর একটি পণ্যবাহী প্লেন ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বোয়িং ৭৬৭-৩এস৩এফ প্লেনটি নিউ জার্সির নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। আর তারপরই প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়।

মাঝ আকাশে প্লেনে আগুন ধরে যাওয়ায় বিপদ বুঝে নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্লেনটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। তারপর সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেনটিতে পাইলট-সহ মোট তিনজন ছিলেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্লেন সংস্থাটির দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই আগুন ধরে যায় প্লেনে। তবে আসল কারণ কী তা তদন্ত করে দেখা হবে। তবে পাইলটের তৎপরতা এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্লেন সংস্থাটি। সূত্র: এপি, সিবিএস নিউজ

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মাঝ আকাশে উড়ন্ত বিমানে পাখির সঙ্গে ধাক্কায় ইঞ্জিনে আগুন

আপডেট: ১১:৪৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগতেই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে গেল। সেই অবস্থাতেই প্লেনটি উড়িয়ে নিয়ে চললেন পাইলট। শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, সেটি ফেডএক্স-এর একটি পণ্যবাহী প্লেন ছিল। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ বোয়িং ৭৬৭-৩এস৩এফ প্লেনটি নিউ জার্সির নেওয়ার্ক থেকে ইন্ডিয়ানাপোলিসে যাচ্ছিল। ওড়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই প্লেনটির ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে পাখির। আর তারপরই প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়।

মাঝ আকাশে প্লেনে আগুন ধরে যাওয়ায় বিপদ বুঝে নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্লেনটিকে জরুরি অবতরণের জন্য অনুমতি চান। তারপর সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেনটিতে পাইলট-সহ মোট তিনজন ছিলেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্লেন সংস্থাটির দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণেই আগুন ধরে যায় প্লেনে। তবে আসল কারণ কী তা তদন্ত করে দেখা হবে। তবে পাইলটের তৎপরতা এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্লেন সংস্থাটি। সূত্র: এপি, সিবিএস নিউজ