ভাষাসৈনিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই
- আপডেট: ১১:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ৭৪
মো. রাকিবুজ্জামান । বর্তমান কথা
ভাষাসৈনিক, চিকিৎসক, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং আজ রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তিনি মৃত্যুবরণ করেন।
আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। পেশাগত জীবনে তিনি ছিলেন চিকিৎসক। তবে সাহিত্য ও গবেষণায়ও রেখেছেন সমান পদচারণা। রবীন্দ্রচর্চায় অসামান্য অবদানের জন্য তিনি প্রতিষ্ঠা করেন রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্ট। তাঁর কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে।
২০১৯ সাল থেকে তাঁর দৃষ্টি ক্ষীণ হতে থাকে এবং ২০২৩ সালে তিনি প্রায় দৃষ্টিহীন হয়ে পড়েন। ব্যক্তিজীবনে তিনি ২০০৬ সালে স্ত্রীকে হারান। নিঃসন্তান এই ভাষাসৈনিক কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণাসহ শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন।
আহমদ রফিকের মৃত্যুতে জাতি হারালো এক প্রজ্ঞাবান ভাষাসৈনিক, সাহিত্যিক ও গবেষককে। তাঁর অবদান বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।





















