০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া

ডেস্ক নিউজ
  • আপডেট: ০৫:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ২২৫

নিজস্ব প্রতিবেদক

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল।

সাইদুর রহমান রিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার পরিবার এক শোকবার্তায় মফস্বল সম্পাদক আল আমিন বলেন “সাইদুর রহমান রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা। তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সব সাংবাদিকের জন্য অনুকরণীয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সাইদুর রহমান রিমনের জানাজা ও দাফনের স্থান-সময় সম্পর্কে বিস্তারিত পরবর্তী সংবাদে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ইন্তেকাল: সাংবাদিক সমাজে শোকের ছায়া

আপডেট: ০৫:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর আমাদের মাঝে নেই। অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর শোকের ছায়া রেখে তিনি আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল।

সাইদুর রহমান রিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার পরিবার এক শোকবার্তায় মফস্বল সম্পাদক আল আমিন বলেন “সাইদুর রহমান রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা। তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সব সাংবাদিকের জন্য অনুকরণীয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সাইদুর রহমান রিমনের জানাজা ও দাফনের স্থান-সময় সম্পর্কে বিস্তারিত পরবর্তী সংবাদে জানানো হবে।