০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বায়তীভাতা-ভাতা দাবি: আন্দোলন অব্যাহত থাকবে – অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৬১

নিজস্ব প্রতিবেদক | বর্তমান কথা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, তাদের প্রধান দাবি হলো বাড়িভাড়া ভাতার জন্য ২০ শতাংশ, চিকিৎসা ভাতা সর্বনিম্ন ১,৪৯৯ টাকা, এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ। তিনি বলেছেন—এর চেয়ে কম কোন কিছু তারা গ্রহণ করবেন না এবং দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিগগিরই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন অধ্যক্ষ আজিজী। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর সংঘটিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা না হলে আন্দোলন আরও জোরদার হবে।

আজিজী অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত হয়েছেন, পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় ও দাড়ি ধরে টানার মতো ঘটনা ঘটে — এসব পরিস্থিতিতে শিক্ষক সমাজ কোনো প্রস্তাব মেনে নেবেন না। তিনি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সরকারের উদ্দেশ্যে কঠোরভাবে বলেন, “২০ শতাংশ চাই — এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ — ৭৪ও হবে না।”

অধ্যক্ষ আজিজী দাবি করেন, তাদের আন্দোলন এখন সারা বাংলাদেশে ছড়িয়েছে। তিনি যোগ করেন, “আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই; তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সবচেয়ে দ্রুত প্রজ্ঞাপন দিলে সেটা সরকারেরই মঙ্গল।”

জোটের সদস্যসচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরে এসেছেন এবং তারা এখন সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন। তিনি বলেন, শাহবাগ ব্লকেড কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং সময় লাগলেও আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বায়তীভাতা-ভাতা দাবি: আন্দোলন অব্যাহত থাকবে – অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

আপডেট: ০১:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক | বর্তমান কথা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, তাদের প্রধান দাবি হলো বাড়িভাড়া ভাতার জন্য ২০ শতাংশ, চিকিৎসা ভাতা সর্বনিম্ন ১,৪৯৯ টাকা, এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ। তিনি বলেছেন—এর চেয়ে কম কোন কিছু তারা গ্রহণ করবেন না এবং দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। শিগগিরই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন অধ্যক্ষ আজিজী। তিনি আরও বলেন, দেশে বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর সংঘটিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা না হলে আন্দোলন আরও জোরদার হবে।

আজিজী অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত হয়েছেন, পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় ও দাড়ি ধরে টানার মতো ঘটনা ঘটে — এসব পরিস্থিতিতে শিক্ষক সমাজ কোনো প্রস্তাব মেনে নেবেন না। তিনি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সরকারের উদ্দেশ্যে কঠোরভাবে বলেন, “২০ শতাংশ চাই — এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ — ৭৪ও হবে না।”

অধ্যক্ষ আজিজী দাবি করেন, তাদের আন্দোলন এখন সারা বাংলাদেশে ছড়িয়েছে। তিনি যোগ করেন, “আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই; তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সবচেয়ে দ্রুত প্রজ্ঞাপন দিলে সেটা সরকারেরই মঙ্গল।”

জোটের সদস্যসচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরে এসেছেন এবং তারা এখন সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন। তিনি বলেন, শাহবাগ ব্লকেড কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং সময় লাগলেও আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না।