বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের ঐতিহাসিক শোডাউন,,,,
- আপডেট: ১১:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৯১
বাউফলে হাতপাখার প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে এক হাজার মোটরসাইকেলের ঐতিহাসিক শোডাউন
পটুয়াখালী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মালেক আনোয়ারী-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন।
শনিবার সকালে সকাল আটটায় বাউফল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বর থেকে এই শোডাউনটি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এক হাজারেরও অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল এই মিছিল প্রদক্ষিণ করে পুরো বাউফল উপজেলাকে।
শোডাউনটি বাউফল থেকে শুরু হয়ে কালাইয়া, নওমালা মিলঘর, হাজিরহাট, বগা, কাচিপাড়া ও নুরাইনপুর হয়ে আবার বাউফল শহরে এসে যোহরের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয়। শোডাউনের পুরো রুটজুড়ে হাতপাখার সমর্থনে স্লোগান, ইসলামী শ্লোগান ও দলীয় গান ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়দের ভাষায়, বাউফলে এত বড় রাজনৈতিক শোডাউন এর আগে আর কোনো দল আয়োজন করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শোডাউন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, বাউফলে হাতপাখা প্রতীকের প্রতি জনগণের আগ্রহ দিন দিন বাড়ছে। জনগণের পাশে থেকে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা ও ইসলামভিত্তিক কল্যাণমূলক সমাজ গঠনের অঙ্গীকার নিয়েই তারা কাজ করে যাচ্ছেন।
শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোডাউনটিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
প্রার্থী আব্দুল মালেক আনোয়ারী সাংবাদিকদের এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—
> “ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের দল। আমরা জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করছি। চরমোনাই পীর সাহেবের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ বাউফলে আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন করব। আল্লাহ তায়ালার রহমতে হাতপাখার জোয়ার এখন বাউফলের ঘরে ঘরে পৌঁছে গেছে।”
তিনি আরও বলেন,
> “আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা শুধু ভোট নয়, জনগণের হৃদয় জয় করতে চাই। ইসলামি আদর্শের ভিত্তিতে শান্তিপূর্ণ ও উন্নত বাউফল গড়াই আমাদের লক্ষ্য।”
এ সময় শোডাউনে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগান দেন—
“চরমোনাই হুজুরের অঙ্গীকার, জনগণের অধিকার হবে সবার!”
শোডাউন শেষে মাওলানা আব্দুল মালেক আনোয়ারীর নেতৃত্বে উপস্থিত সবাই আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করার শপথ গ্রহণ করেন।





















