০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ পুলিশসহ আহত ১০

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৫৯

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে বাজার ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পালপাড়া বাজারের ইজারাদার বিএনপি নেতা মফুজুল ও একই দলের আরেক নেতা সোহাগ মাঝির সমর্থকদের মধ্যে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সোহাগ মাঝির অনুসারীরা প্রতিপক্ষ মফুজুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও আক্রমণ চালায়। এতে এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানাসাইফুল ইসলাম আহত হন। আহত পুলিশ সদস্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গুরুতর আহত মফুজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরও কয়েকজন আহত ব্যক্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫)রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন,

“বাজার ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ পুলিশসহ আহত ১০

আপডেট: ০৪:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে বাজার ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পালপাড়া বাজারের ইজারাদার বিএনপি নেতা মফুজুল ও একই দলের আরেক নেতা সোহাগ মাঝির সমর্থকদের মধ্যে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সোহাগ মাঝির অনুসারীরা প্রতিপক্ষ মফুজুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও আক্রমণ চালায়। এতে এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানাসাইফুল ইসলাম আহত হন। আহত পুলিশ সদস্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গুরুতর আহত মফুজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরও কয়েকজন আহত ব্যক্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫)রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন,

“বাজার ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”