১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নিলামে আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৪৮

বাজারে ডলারের স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ক্রয় সম্পন্ন হয়েছে। এ সময় প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

তিনি বলেন, “বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে আমরা গত জুলাই থেকে ধাপে ধাপে ডলার কিনছি।”

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ২০৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে আলাদা সময়ে ১৩ দফায় ডলার ক্রয় করা হয়। এর মধ্যে—

  • গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার,

  • ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার,

  • ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়েছিল।

এছাড়া আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একাধিক ধাপে মোট প্রায় ১৮৫ কোটি ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যার মধ্যে ১৫ সেপ্টেম্বর সর্বাধিক ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বৈদেশিক মুদ্রা বাজারে স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। তবে তারা সতর্ক করে বলেন, বাজারের প্রকৃত সরবরাহ ও রিজার্ভ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি নীতি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নিলামে আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

আপডেট: ১১:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

বাজারে ডলারের স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ক্রয় সম্পন্ন হয়েছে। এ সময় প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

তিনি বলেন, “বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে আমরা গত জুলাই থেকে ধাপে ধাপে ডলার কিনছি।”

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ২০৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে আলাদা সময়ে ১৩ দফায় ডলার ক্রয় করা হয়। এর মধ্যে—

  • গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার,

  • ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার,

  • ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়েছিল।

এছাড়া আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একাধিক ধাপে মোট প্রায় ১৮৫ কোটি ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যার মধ্যে ১৫ সেপ্টেম্বর সর্বাধিক ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বৈদেশিক মুদ্রা বাজারে স্বল্পমেয়াদে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। তবে তারা সতর্ক করে বলেন, বাজারের প্রকৃত সরবরাহ ও রিজার্ভ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি নীতি প্রয়োজন।