ঢাকা-১৪ আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুউদ্দিন সাইফুল
- আপডেট: ০৮:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১১১
ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি রাজধানীর গাবতলী থেকে শাহ্ আলী মাজার পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে দলের পক্ষে সমর্থন কামনা করেন তিনি। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সেন্টু, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল ইসলাম, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম রাশেদ বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা জানান, সাইফুউদ্দিন সাইফুল দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন এই সময় সাইফুদ্দিন সাইফুল বলেন প্রিয় ঢাকা-১৪ আসনের জনগণ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যে আনন্দ ও গর্ব অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সবসময় বিশ্বাস করি—জনগণই হলো শক্তির মূল উৎস, জনগণই হলো পরিবর্তনের কারিগর। আমার রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছি, সুখে-দুঃখে আপনাদের পাশে থেকেছি। আজও সেই অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে এসেছি।
প্রিয় ভাই ও বোনেরা, ঢাকা-১৪ আসন উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও আধুনিক সুযোগ-সুবিধায় পিছিয়ে নেই, তবে সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তবে এই আসনকে আমরা আদর্শ আসনের রূপ দিতে পারবো আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই এলাকার রাস্তা, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো। শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবো। তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবো। মাদক, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো। আমার একটাই বিশ্বাস—জনগণের সমর্থনই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা আর সমর্থন নিয়ে যদি আমি সুযোগ পাই, তাহলে এই ঢাকা-১৪ আসনকে একটি উন্নত, সুশাসিত ও গণতান্ত্রিক আসন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।


























