০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরে সন্তোষ প্রকাশ, আক্ষেপ এনসিপিকে নিয়ে _ আসিফ নজরুলের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ৬০

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর অবশেষে স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫। এই ঐতিহাসিক মুহূর্তে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি তাকে পীড়া দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন,

“খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।”

তবে ঐতিহাসিক এ মুহূর্তে আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতারা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় আক্ষেপ প্রকাশ করেন অধ্যাপক নজরুল।

তিনি আরও বলেন,

“আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।”

এ প্রসঙ্গে তিনি জানান, ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন কার্যক্রম চালিয়ে যাবে এবং প্রয়োজনে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ রাখা হতে পারে।

সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন,

“সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

জুলাই সনদ স্বাক্ষরে সন্তোষ প্রকাশ, আক্ষেপ এনসিপিকে নিয়ে _ আসিফ নজরুলের

আপডেট: ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর অবশেষে স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫। এই ঐতিহাসিক মুহূর্তে সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি তাকে পীড়া দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন,

“খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হলো।”

তবে ঐতিহাসিক এ মুহূর্তে আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতারা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় আক্ষেপ প্রকাশ করেন অধ্যাপক নজরুল।

তিনি আরও বলেন,

“আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা থাকত।”

এ প্রসঙ্গে তিনি জানান, ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন কার্যক্রম চালিয়ে যাবে এবং প্রয়োজনে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ রাখা হতে পারে।

সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন,

“সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।”