জাল দলিল করে জমি খারিজ করার অভিযোগ — নবীনগরে ওয়ারিশের সংবাদ সম্মেলন
- আপডেট: ০৯:১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৪৬
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | মোঃ লিটন
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ১৯৩৮ ও ১৯৩৯ দাগের ৬৫ শতক নাল ভূমি জাল দলিল দেখিয়ে নাটঘর ইউনিয়নের চড়িলাম সরকারি রেকর্ড থেকে খারিজ করে নেওয়ার অভিযোগ উঠেছে। জমির প্রকৃত ওয়ারিশ ও মৃত হাজী জাহেরের নাতনী মনিরা বৃহস্পতিবার নবীনগর উপজেলা সংবাদকক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ওই খারিজ বাতিল ও স্বচ্ছ তদন্ত দাবি করেন।
মনিরা বলেন, তাঁর দাদার দুই সংসার থেকে মোট ১৪ জন সন্তান; বর্তমানের মালিকপক্ষ হিসেবে দুই পরিবারের ১৫ জন ওয়ারিশের দাবি রয়েছে। কিন্তু তাঁদের অনুমতি ছাড়াই মনিরার তিন ফুফু — লাইলী বেগম, আনোয়ারা ও পারভীন আক্তার (অরুণা) — ষড়যন্ত্র করে নাটঘর ইউনিয়নের চড়িলামের একটি ভুয়া দলিল ব্যবহার করে মালাই গ্রামের জমি খারিজ করিয়ে নিয়েছেন। তিনি জানান, তিনি নিজে জমির প্রকৃত দলিল নিয়ে নবীনগর উপজেলা ভূমি অফিসে খারিজ বাতিলের আবেদন করলে তা বাতিল করে দেওয়া হয়েছে। তিনি পুনরায় আবেদন গ্রহণ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চান।
নবীনগর উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর অভিযোগপ্রত্যয়ন সম্পর্কে বলেন, ১৯৩৮ ও ১৯৩৯ দাগের জমি সংক্রান্ত একটি ‘মিস কেস’ রুজু হয়েছিল। তিনি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে আদেশ দিয়েছেন। যদি আবেদকারী তাঁর রায়ে সন্তুষ্ট না হন, তবে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারেন বলেও জানান উপজেলা নির্বাহী কমিশনার।
স্থানীয় ওয়ারিশরা এ ঘটনার ন্যায়বিচার চেয়ে দ্রুত তদন্ত, ভুয়া দলিলের উৎস স্থাপন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দাবি করেছেন। ঘটনা সম্পর্কে উপজেলা ভূমি দপ্তর ও ব্যবহারিক কাগজপত্রে যে ভুল বা অনিয়ম ঘটেছে তা ফিরিয়ে আনার অনুরোধও তাদের বক্তব্যে ছিল।

























