০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন শনাক্ত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৮৬

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্পের গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় দু’জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দু’জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।’

হত্যার কারণ জানতে চাইলে তিনি আরও জানান, ‘প্রাথমিক ধারণা অনুযায়ী, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের ভবনের সকল বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হবে।’

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকা থেকে কালো টি-শার্ট পরা ও পিঠে কালো ব্যাগ বহনকারী দুই যুবক দ্রুত দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। গুরুতর আহত অবস্থায় তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজন শনাক্ত

আপডেট: ০৭:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্পের গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় দু’জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ইতোমধ্যে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দু’জনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।’

হত্যার কারণ জানতে চাইলে তিনি আরও জানান, ‘প্রাথমিক ধারণা অনুযায়ী, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের ভবনের সকল বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হবে।’

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স রোডের মকথা এলাকা থেকে কালো টি-শার্ট পরা ও পিঠে কালো ব্যাগ বহনকারী দুই যুবক দ্রুত দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। গুরুতর আহত অবস্থায় তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।