চট্টগ্রাম ইপিজেডে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট: ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৭২
নিজস্ব প্রতিবেদক | বর্তমান কথা
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত আল হামিদ টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই আটতলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় ভবনের ভেতরে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ এবং ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ তৎপরতা চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

























