০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

গাছায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা,,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫

ফয়জুল ইসলাম আরিফঃ

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল (২৮ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় টার্গেট করে তার ওপর এ হামলা চালানো হয়।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রবিন হোসাইন বলেন, “ঢাকা থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় আবদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা প্রেস ব্রিফিং করে জানাব।”

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গাছায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতির ওপর সন্ত্রাসী হামলা,,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ১১:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফয়জুল ইসলাম আরিফঃ

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল (২৮ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় টার্গেট করে তার ওপর এ হামলা চালানো হয়।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রবিন হোসাইন বলেন, “ঢাকা থেকে গাজীপুরে ফেরার পথে বোর্ডবাজার এলাকায় আবদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা প্রেস ব্রিফিং করে জানাব।”

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”