০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ পাঁচজন নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৭৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কাবুলে হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিওর বরাতে বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার সন্ধ্যা থেকে পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানে হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক জানান, “অ্যাম্বুলেন্সে করে একের পর এক আহত মানুষ আনা হচ্ছে। হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।”

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর কাবুলে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তের চলমান উত্তেজনা নিরসনে উভয় দেশই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাবে।

এর আগে মঙ্গলবার রাতভর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্পিন বোলদাক জেলা ও পাকিস্তানের চামান সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। উভয় পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করে বিবৃতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ পাঁচজন নিহত

আপডেট: ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কাবুলে হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিওর বরাতে বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার সন্ধ্যা থেকে পাকিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানে হাসপাতালটির জরুরি বিভাগের কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক জানান, “অ্যাম্বুলেন্সে করে একের পর এক আহত মানুষ আনা হচ্ছে। হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পাঁচজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।”

এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর কাবুলে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে এবং আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তের চলমান উত্তেজনা নিরসনে উভয় দেশই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাবে।

এর আগে মঙ্গলবার রাতভর আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্পিন বোলদাক জেলা ও পাকিস্তানের চামান সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। উভয় পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করে বিবৃতি দিয়েছে।