০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

কাবুলে পাকিস্তানের বিমান হামলা: টিটিপি প্রধান নূর ওয়ালি নিহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৬৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, হামলায় নূর ওয়ালির ঘনিষ্ঠ সহযোগী ও সম্ভাব্য উত্তরসূরি কারি সাইফুল্লাহ মেসুদও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য প্রার্থী হিসেবে দেখা হতো।

সূত্র জানায়, হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাচল করছিলেন। বিমান হামলায় সেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এখনও নূর ওয়ালির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। বিভিন্ন সূত্র বলছে, তিনি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাবুলের একটি সড়কে চলন্ত গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং পরবর্তী সময়ে আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সম্প্রতি পাকিস্তানে টিটিপির একাধিক হামলায় বহু নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।” তার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলা হয়।

গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন। এর আগে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বহু টিটিপি সদস্য নিহত হয়।

এই ঘটনার পর পাল্টা হামলার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় টিটিপির শক্ত ঘাঁটি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ার কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত জানাবেন।

এদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, “বিস্ফোরণ ছোট মাত্রার ছিল,” যদিও স্থানীয়রা বলছেন, হামলার শক্তি ছিল ব্যাপক।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

কাবুলে পাকিস্তানের বিমান হামলা: টিটিপি প্রধান নূর ওয়ালি নিহতের আশঙ্কা

আপডেট: ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেসুদসহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম Pakistan Observer জানিয়েছে, হামলায় নূর ওয়ালির ঘনিষ্ঠ সহযোগী ও সম্ভাব্য উত্তরসূরি কারি সাইফুল্লাহ মেসুদও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহকে টিটিপির ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য প্রার্থী হিসেবে দেখা হতো।

সূত্র জানায়, হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাচল করছিলেন। বিমান হামলায় সেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এখনও নূর ওয়ালির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। বিভিন্ন সূত্র বলছে, তিনি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাবুলের একটি সড়কে চলন্ত গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং পরবর্তী সময়ে আকাশে আরও বিমান চক্কর দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সম্প্রতি পাকিস্তানে টিটিপির একাধিক হামলায় বহু নিরাপত্তা সদস্য নিহত হওয়ার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না।” তার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলা হয়।

গত সপ্তাহে টিটিপির হামলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হন। এর আগে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বহু টিটিপি সদস্য নিহত হয়।

এই ঘটনার পর পাল্টা হামলার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বিশেষ করে আফগান সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় টিটিপির শক্ত ঘাঁটি থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার সকালে পেশোয়ার কর্পস সদরদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত জানাবেন।

এদিকে, আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার ঘটনা নিশ্চিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, “বিস্ফোরণ ছোট মাত্রার ছিল,” যদিও স্থানীয়রা বলছেন, হামলার শক্তি ছিল ব্যাপক।