১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনিকে ছেরে দেয়নি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৮১

ইসরায়েলের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার গাজায় জিম্মি করে রাখা ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে।

বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের কারাগার থেকে শনিবার বিকেলে মুক্তি দেয়ার কথা থাকলে নতুন এক অজুহাত দেখিয়ে শেষ মুহুর্তে তাদের মুক্তি আটকে দিয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়া কীভাবে দেখানো যায়, তা নিয়ে হামাস একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, হামাস বলেছিল যে ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন।

নেতানিয়াহু বলছেন, জিম্মিদের হস্তান্তর করার সময় হামাস আয়োজিত অনুষ্ঠান ‘অপমানজনক’, তা বন্ধ করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে না। শনিবার তাদের মুক্তি দেয়ার কথা ছিল।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি বলেছে, ৬ শতাধিক ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করে শনিবার বাসে তোলা হয়েছিল, চলমান গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছিল। পরে বন্দিদের বাস থেকে নামতে বলা হয়, তাদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

শনিবার হামাস যে ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে, তাদের বিনিময়ে ওই ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল।

গত ১৯ জানুয়ারি এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতির সময় ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনিকে ছেরে দেয়নি

আপডেট: ০২:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলের সঙ্গে করা বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার গাজায় জিম্মি করে রাখা ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে।

বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলের কারাগার থেকে শনিবার বিকেলে মুক্তি দেয়ার কথা থাকলে নতুন এক অজুহাত দেখিয়ে শেষ মুহুর্তে তাদের মুক্তি আটকে দিয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

নেতানিয়াহুর সর্বশেষ পদক্ষেপের প্রতিক্রিয়া কীভাবে দেখানো যায়, তা নিয়ে হামাস একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, হামাস বলেছিল যে ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন।

নেতানিয়াহু বলছেন, জিম্মিদের হস্তান্তর করার সময় হামাস আয়োজিত অনুষ্ঠান ‘অপমানজনক’, তা বন্ধ করার আশ্বাস না পাওয়া পর্যন্ত ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে না। শনিবার তাদের মুক্তি দেয়ার কথা ছিল।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি বলেছে, ৬ শতাধিক ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করে শনিবার বাসে তোলা হয়েছিল, চলমান গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি মুক্তি পেতে যাচ্ছিল। পরে বন্দিদের বাস থেকে নামতে বলা হয়, তাদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।

শনিবার হামাস যে ছয় জিম্মিকে মুক্তি দিয়েছে, তাদের বিনিময়ে ওই ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল।

গত ১৯ জানুয়ারি এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতির সময় ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।