০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ইউটিউবে মুক্তি পেয়েছে সালমার নতুন গান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ৪০১

সম্পর্কে মাঝে মধ্যে অভিমান থাকা ভালো। তাতে সম্পর্ক আরও মধুর হয় ও মজবুত হয়— এমনটাই ধারণা বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার। আর সেই ভাবনা থেকেই এ কণ্ঠশিল্পীর ‘অভিমান কইরা থাকমু’ নতুন গান ইউটিউবে মুক্তি পেয়েছে।

গানের শিরোনাম ‘অভিমান কইরা থাকমু’। গানের কথাগুলো ঠিক এমন— ‘অভিমান করিয়া থাকমু / তোমার লগে কথা কথা কমুনা / তুমি সবই বুঝো বন্ধু আমার মন তো বুঝো না / আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’। গানটির কথা লিখেছেন রোহান রাজ। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘প্রেম-ভালোবাসার যে অভিমান সেটি সুন্দর। অভিমান সম্পর্ককে মধুর করে তুলে। আমি অভিমানীদের জন্য এই গানটি গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালোলাগা আরও বাড়বে।

এর আগে প্রকাশ পেয়েছে ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামে সালমার আরেকটি গান। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গানটি দ্বৈতকণ্ঠ দিয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। আপাতত ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ততায় দিন কাটছে সালমার।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইউটিউবে মুক্তি পেয়েছে সালমার নতুন গান

আপডেট: ০২:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

সম্পর্কে মাঝে মধ্যে অভিমান থাকা ভালো। তাতে সম্পর্ক আরও মধুর হয় ও মজবুত হয়— এমনটাই ধারণা বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার। আর সেই ভাবনা থেকেই এ কণ্ঠশিল্পীর ‘অভিমান কইরা থাকমু’ নতুন গান ইউটিউবে মুক্তি পেয়েছে।

গানের শিরোনাম ‘অভিমান কইরা থাকমু’। গানের কথাগুলো ঠিক এমন— ‘অভিমান করিয়া থাকমু / তোমার লগে কথা কথা কমুনা / তুমি সবই বুঝো বন্ধু আমার মন তো বুঝো না / আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’। গানটির কথা লিখেছেন রোহান রাজ। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘প্রেম-ভালোবাসার যে অভিমান সেটি সুন্দর। অভিমান সম্পর্ককে মধুর করে তুলে। আমি অভিমানীদের জন্য এই গানটি গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালোলাগা আরও বাড়বে।

এর আগে প্রকাশ পেয়েছে ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামে সালমার আরেকটি গান। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গানটি দ্বৈতকণ্ঠ দিয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। আপাতত ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ততায় দিন কাটছে সালমার।