০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৪৯

স্টাফ রিপোর্টার :

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই ভবনে হামলা চালায়। এতে ব্যাপক ভাঙচুর ও আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার থানার দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। রাত ১২টার পর ড্যাফোডিলের শতাধিক শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করা হয়। আরও পাঁচটি যানবাহন ভাঙচুরের শিকার হয়।

সংঘর্ষের সময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভোররাত পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

এদিকে রোববার দিবাগত রাতেই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আশুলিয়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তারা শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করে।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই চেষ্টা করা হচ্ছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

আপডেট: ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার :

সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই ভবনে হামলা চালায়। এতে ব্যাপক ভাঙচুর ও আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার থানার দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। রাত ১২টার পর ড্যাফোডিলের শতাধিক শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করা হয়। আরও পাঁচটি যানবাহন ভাঙচুরের শিকার হয়।

সংঘর্ষের সময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভোররাত পর্যন্ত চলা এই সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

এদিকে রোববার দিবাগত রাতেই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আশুলিয়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তারা শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করে।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই চেষ্টা করা হচ্ছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল।