০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আশা_ শিক্ষা উপদেষ্টার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৭৯

বাড়িভাড়া ভাতা ঘোষণা: শিক্ষকদের ক্লাসে ফেরার আশা শিক্ষা উপদেষ্টার

স্টাফ রিপোর্টার | ঢাকা, ১৯ অক্টোবর:
বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে।”

তিনি আরও বলেন,

“আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। সেটা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা। আমি বিশ্বাস করি, এখন আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এবং স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।”

চৌধুরী রফিকুল আবরার বলেন,

“যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা আশা করি শিক্ষক সমাজ দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং শ্রেণিকক্ষে ফিরে যাবেন—এই আবেদন আমি তাদের কাছে রাখছি।”

এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। আদেশটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক সংগঠনগুলো এই আদেশ প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন, ৫ শতাংশ ভাতা শিক্ষকদের জন্য ‘অযৌক্তিক ও অপ্রতুল’। ফলে তারা অনশনসহ সব কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আশা_ শিক্ষা উপদেষ্টার

আপডেট: ০৪:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ভাতা ঘোষণা: শিক্ষকদের ক্লাসে ফেরার আশা শিক্ষা উপদেষ্টার

স্টাফ রিপোর্টার | ঢাকা, ১৯ অক্টোবর:
বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে।”

তিনি আরও বলেন,

“আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। সেটা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা। আমি বিশ্বাস করি, এখন আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এবং স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।”

চৌধুরী রফিকুল আবরার বলেন,

“যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা আশা করি শিক্ষক সমাজ দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং শ্রেণিকক্ষে ফিরে যাবেন—এই আবেদন আমি তাদের কাছে রাখছি।”

এদিকে অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। আদেশটি নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক সংগঠনগুলো এই আদেশ প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন, ৫ শতাংশ ভাতা শিক্ষকদের জন্য ‘অযৌক্তিক ও অপ্রতুল’। ফলে তারা অনশনসহ সব কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।